সোমবার ২১ এপ্রিল ২০২৫ - ১৩:২২
ইসলামী অর্থনীতির বিশিষ্ট অধ্যাপকের মৃত্যুতে হাওজা ইলমিয়া প্রধানের শোক

 ইসলামী হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলিরেজা আরাফি প্রফেসর খুরশিদ আহমদের মৃত্যুতে বিশ্ব ইসলামী ধর্মীয় ও সাংস্কৃতিক সমাজ, বিশেষত আলেমসমাজ, বিজ্ঞানীদের এবং পাকিস্তানের মুসলিম জনগণকে সমবেদনা জানিয়েছেন। ইসলামী অর্থনীতি, রাজনৈতিক বিজ্ঞান ও দর্শনের এই খ্যাতনামা অধ্যাপকের মূল্যবান অবদানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ আরাফির শোকবার্তার মূল প্রতিপাদ্য নিম্নরূপ:  

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" 

ইসলামী অর্থনীতি, রাজনৈতিক বিজ্ঞান ও দর্শনের প্রখ্যাত বিদ্বান প্রফেসর খুরশিদ আহমদের মৃত্যুতে বিশ্বের মুসলিম উম্মাহর ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গন, বিশেষত পাকিস্তানের আলেমসমাজ, গবেষক ও মুসলিম জনতাকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।  

মরহুম ড. খুরশিদ আহমদ ইসলামী অর্থনৈতিক চিন্তাধারা ও রাজনৈতিক তত্ত্বের বিকাশে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তাঁর রচিত মূল্যবান গ্রন্থসমূহ ইসলামী বিশ্বে গভীর প্রভাব ফেলেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও ইসলামী সেমিনারিগুলো এই গুণী শিক্ষকের অবদান চিরস্মরণীয় করে রাখবে। আমি আল্লাহর দরবারে তাঁর রহমত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও মহান প্রতিদান প্রার্থনা করছি।  

আলিরেজা আরাফি
ইসলামী সেমিনারিগুলোর পরিচালক

আপনার কমেন্ট

You are replying to: .
captcha